ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ

বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে ৩ বন্ধু নিখোঁজ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার বঁশিতৈল এলাকায় মকশ বিলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন বন্ধু হলেন– কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহিম হোসেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন তীরে উঠতে সক্ষম হয়। তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছে।স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কালিয়াকৈরের সূরিচালা গ্রামের খালার বাড়িতে বেড়াতে আসে ধামরাইয়ের ইব্রাহিম। বিকালে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা ভাড়া নিয়ে মকশ বিলে ঘুরতে বের হয়। সে সময় প্রচণ্ড বেগের বাতাসে বিলের পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। একপর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে নৌকা উল্টে গেলে তারা বিলের পানিতে পড়ে যায়। দুই বন্ধু সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে উপরে উঠতে পারলেও তিন জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের খুঁজতে থাকেন। তবে তারা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের দল নেতা ইদ্রিস মিয়া বলেন, ‘আমি ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। গিয়ে উদ্ধার অভিযান শুরু করবো। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৯টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের কোনও খোঁজ পায়নি।’

আরও পড়ুন

নিখোঁজ শিমুলের দুলাভাই আসলাম হোসেন বলেন, ‘বিকালে তারা নৌকা নিয়ে বেড়াতে বের হয়। হঠাৎ বাতাসে নৌকা উল্টে যাওয়ার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।’ রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘নৌকাডুবে তিন জন নিখোঁজ রয়েছে। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। ডুবুরি দল তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ৪ বাড়িতে হামলা ও লুটপাট

বগুড়ার শেরপুরে দুর্ধর্ষ ডাকাতি 

নিহত মাহাতাবের কবরে বিমানবাহিনীর প্রতিনিধি দলের শ্রদ্ধা

নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে:নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ডিসির সঙ্গে ৪২ সংগঠনের বৈঠক

বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত