নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই, ২০২৫, ০৭:২২ বিকাল
উত্তরায় বিমান বিধ্বস্তে আহত স্কুলছাত্রী ইউশা
'আমাকে ছেড়ে যাসনে মা’ -ইউশার মা

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়েছে স্কুলছাত্রী নূরি জান্নাত ইউশা (১১)। তার শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে সে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন।
সিসিইউ’র সামনে দাঁড়িয়ে মেয়েকে একবার দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন ইউশার মা আয়েশা আক্তার। তিনি আকুতি জানিয়ে বলেন, “আমার ছোট্ট মেয়েটার শরীর পুড়ে গেছে, ও কাতরাচ্ছে। কতো রক্ত ঝরছে… আমি কী করব? ইউশা... আমাকে ছেড়ে যাসনে মা। তুই না থাকলে আমিও থাকবো না। আল্লাহ, আমার মেয়েটাকে বাঁচাও।” আয়েশা বলেন, “স্কুল ভবন ছাড়া আশেপাশে খোলা জায়গা ছিলো—তিনটি মাঠ, একটা বড় লেক। এতো খালি জায়গা থাকতে কেন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপরই বিমানটি পড়ে গেল? আমি এর বিচার চাই। আজ কতো মায়ের বুক খালি হয়ে গেলো, ছোট ছোট বাচ্চারা পুড়ে যাচ্ছে—আহা! আমরা কার কাছে বিচার চাইব?”
আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভয়াবহ দুর্ঘটনায় দগ্ধ অন্তত ৭২ শিশুকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।
তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে একটি জনবহুল স্কুলে কেন এবং কিভাবে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলো—তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
মন্তব্য করুন