নওগাঁর পোরশায় থানার দালাল মজিদ আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় থানার দালাল খ্যাত আব্দুল মজিদ মোল্লাহকে (৪০) আটক করেছে পুলিশ। আটকৃত মজিদ উপজেলার ঘাটনগর পেদাপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, জমি জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে মজিদ থানায় দীর্ঘদিন ধরে দালালি করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় দালালি করার একাধিক অভিযোগ রয়েছে পুলিশের কাছে।
আরও পড়ুনপোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, মজিদের নামে দালালির অভিযোগে পোরশা থানায় জিডি রয়েছে। ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ ধারা মোতাবেক তাকে আটক করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন