নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে ২ ব্যক্তির জেল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ লটারির টিকিট বিক্রির সময় ২ ব্যক্তিকে হাতে নাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
ভ্রাম্যমাণ আদালতের পেসকার মিজানুর রহমান জানান, সৈয়দপুর ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার নামে অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে গতকাল শুক্রবার রাতে কিশোরগঞ্জ বাজারের সিনেমা হলের সামনে ও টেম্পু স্ট্যান্ড থেকে হাতে নাতে ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২ ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করা হয়। দন্ডিতরা হলো জয়পুরহাটের আব্দুল হামিদ (৫৫) ও নওগার বদলগাছীর উজ্জল হোসেন (৩৬)।
আরও পড়ুনউপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে ২ ব্যক্তির ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করা হয়েছে। মালিকপক্ষ মুচলেকা দেয়ায় অটোরিকশা ছেড়ে দেয়া হয়েছে। টিকিট বিক্রীর ২৯৭৪ টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনকূূূলে জমা প্রদান করার নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন