সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী অটোভ্যান চালক খুন, নদী থেকে লাশ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ দিন পর গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মনোহারা গ্রামের ফুলজোর নদী থেকে অটোভ্যান চালক জেলহক ওরফে সোহাগ আলীর (১৮) ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সোহাগ উপজেলার পৌর শহরের এনায়েতপুর গুচ্ছ গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিলো।
নিহত সোহাগ আলীর বড় বোন বিউটি খাতুন জানান, গত ১৩ জুলাই বিকেলে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সোহাগ। রাতে আর বাড়ি ফেরেনি। আমার বাবার একার পক্ষে সংসার চালানো কঠিন হওয়ায় সোহাগ প্রতিবন্ধী হয়েও অটোভ্যান চালিয়ে বাবাকে সাহায্য করতো। কে বা কাহারা আমার ভাইয়ের অটোভ্যান ছিনতাই করে তাকে নিমর্মভাবে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। আমি ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।
আরও পড়ুনএ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, গতকাল শুক্রবার স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে পুলিশ সোহাগ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোহাগের অটোভানটি উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা সোহাগের অটোভ্যান ছিনিয়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। ময়নাতদন্তের পর সোহাগের লাশ গতকাল শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন