গোপালগঞ্জকে আলাদা করার পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গোপালগঞ্জকে আলাদা করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।
শফিকুল আলম বলেন, গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। সবাই একই মানুষ। কারও প্রতি এই সরকার ডিসক্রিমিনেট করে না। আমরা মনে করি সরকার সবার ক্ষেত্রে একইভাবে সুবিচার করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি । যেখানেই কোনো ঘটনা ঘটছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি। কেউ কিন্তু বাদ যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছি। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ।
আরও পড়ুনশফিকুল আলম বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। সেখানে কোনোমানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন ।
মন্তব্য করুন