গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাদ্বারা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেল ৪টায় ওই যুবক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে কাটাদ্বারা এলাকার ব্রহ্মপুত্র নদে একটি মরদেহ ভেসে থাকতে দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি গত বুধবার বিকেলে নদীতে গোসল করতে নামলে আর ওঠেনি। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট, যার বুকে লাল, সবুজ ও হলুদ রঙের হালকা দাগ রয়েছে এবং পরনে ছিল কালো প্যান্ট।
আরও পড়ুনফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।
মন্তব্য করুন