ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প , সুনামির সতর্কতা জারি

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প , সুনামির সতর্কতা জারি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সেখানে সাময়িকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) এ ভূমিকম্প অনুভূত হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে ও কেন্দ্রস্থল ছিল তুলনামূলকভাবে অগভীর, মাত্র ১২ দশমিক ৫ মাইল গভীরে।

ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ দক্ষিণ আলাস্কা ও আলাস্কা উপদ্বীপের জন্য সুনামির সতর্কতা জারি করে। তবে, প্রায় দুই ঘণ্টা পর জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডব্লিওসি) জানায়, সুনামির সতর্কতা বাতিল করা হয়েছে। এনটিডব্লিওসি আরও উল্লেখ করে, শুধু আলাস্কা উপকূল বরাবর অঞ্চলের জন্য সতর্কতা ও পরামর্শ জারি করা হয়েছিল ও দূরের অঞ্চলগুলো প্রভাবিত হয়নি। স্যান্ড পয়েন্টে সর্বোচ্চ শূন্য দশমিক ২ ফুট (৬.১ সেন্টিমিটার) উচ্চতার সুনামি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

প্রথম ভূমিকম্পের পর এক ডজনেরও বেশি আফটারশক আঘাত হানে, যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৫ দশমিক ২ মাত্রার। এনটিডব্লিওসি ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের বিপদ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিয়েছে ও বলেছে, ‘স্থানীয় জরুরি কর্মকর্তারা এটি করা নিরাপদ বলে না দেখানো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে পুনরায় বসবাস করবেন না।আলাস্কা ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত। এর আগে ১৯৬৪ সালের মার্চ মাসে ৯ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আলাস্কাকে কাঁপিয়ে দিয়েছিল, যা উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। সেই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে অ্যাঙ্কোরেজ শহর ধ্বংস হয়ে গিয়েছিল ও আলাস্কা উপসাগর, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও হাওয়াইতে আঘাত হেনে বহু মানুষের প্রাণহানি ও ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির ক্ষতি হয়েছিল। ২০২৩ সালের জুলাই মাসেও আলাস্কা উপদ্বীপে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, তবে সেবার কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

আজ বিশ্ব ‘বাঁশ’ দিবস

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার 

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু ইন্টার মিলানের

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু