সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক বিজিবির হাতে আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হাওয়া স্বপন (৩১) নামে এক বাংলাদেশি যুবককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে বিজিবি। হরিপুর থানায় নিয়ে এসে বিজিবি তার বিরুদ্ধে সীমান্ত আইন বিষয়ে মামলা দায়ের করলে হরিপুর থানা পুলিশ আজ মঙ্গলবার (১৫ জুলাই) আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আটক করে। গত শনিবার (১২ জুলাই) মিনাপুর সীমান্তে বিএসএফের গুলিতে রাসেল হোসেন (২০) নিহত হয়। একই ঘটনায় স্বপন (৩১) হাতে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে গোপনে সেখানে চিকিৎসাধীন ছিলো। সে পাবনা জেলার সাঁথিয়া থানার ধোপাদহ গ্রামের আব্দুল লতিফের ছেলে।
আরও পড়ুনসে ১১ বছর পূর্বে হরিপুর উপজেলায় কাজের সন্ধানে এসে ভবান্দপুর গ্রামের সমসের আলীর মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই থাকতেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, বিজিবির অভিযোগ পেয়ে থানায় মামলা দায়ের করে আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন