ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

বোরকা, হিজাব ও মুখে কালো মাস্ক দিয়ে আদালতে আসেন অপু বিশ্বাস

বোরকা, হিজাব ও মুখে কালো মাস্ক দিয়ে আদালতে আসেন অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আজ আত্মসমর্পণ করতে ঢাকার সিএমএম আদালতে হাজির হন ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এসময় তার পরনে লাল বোরকা, মাথায় সাদা হিজাব এবং মুখে কালো মাস্ক দেখা যায়।

শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এদিন দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে উপস্থিত হন অপু। এরপর আদালতের এজলাসের পেছন সারির বেঞ্চে বসেন। শুনানিকালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস। আদালত থেকে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, আমি একজন অভিনয় শিল্পী, অভিনয় আমার মূলকাজ। অভিনয়ের জন্য আমি অনেক কিছু করেছি। আমি রাজনীতি বুঝি না, করিও না। আমার আইনজীবীরা আইন বিষয়ে আরও যত্নশীল। তারা এ বিষয়ে কথা বলবেন।

আরও পড়ুন

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ১০ জুলাই অপু বিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। একই মামলায় গত ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। দুইদিনের মাথায় জামিন পান নুসরাত ফারিয়া।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএমএসএস বায়ো-মলিকুলার ল্যাব দেশের প্রথম পূর্ণাঙ্গ জেনেটিক ল্যাব

সিরাজগঞ্জে সবজির বাজার চড়া কাঁচা মরিচ কেজি ২২০ টাকা

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

প্রতিদিন ৬ ঘণ্টার কম ঘুমালে হতে পারে যেসব ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দেশে প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন হচ্ছে সোমবার