জয়পুরহাটের আক্কেলপুরের গনিপুর মাদরাসায় কেউ পাশ করেনি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে গনিপুর মাদরাসায় দাখিল পরীক্ষায় কেউ পাশ করেনি। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের গনিপুর দাখিল মাদরাসা হতে ২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই ফেল করেছে। মাদরাসার অধ্যক্ষ বলেন এ বিপর্যয়ের কারণ আমি নিজেও বুঝতে পারছিনা। মাদরাসার সব শিক্ষার্থী ও অভিভাবক এই পরীক্ষার রেজাল্ট নিয়ে মর্মাহত।
স্থানীয়রা বলেন, শিক্ষকগণের আন্তরিকতার অভাব ও উদাসিনতার কারনে এ বিপর্যয় হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল বলেন ওই মাদরাসায় শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। এ ব্যাপারে তদন্ত করা হবে।
আরও পড়ুনমন্তব্য করুন