ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

যুবদল কর্তৃক ব্যবসায়ী হত্যা

“আমার ভাই মরলো কেনো” স্লোগানে উত্তাল ঢাবি

“আমার ভাই মরলো কেনো” স্লোগানে উত্তাল ঢাবি, ছবি : ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি : চাঁদার দাবিতে রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতা কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হ'ত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও স'ন্ত্রাসী কর্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবির)সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় হল পাড়া থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভিসি চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

এসময় সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, চাঁদাবাজির ঠিকানা এই বাংলায় হবে না, আমার ভাই মরলো কেনো ইত্যাদি স্লোগান দিতেও দেখা যায় শিক্ষার্থীদের। বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই এ দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজির স্বর্গ গড়ে তুলছে বিএনপির অঙ্গ সংগঠন গুলোর নেতাকর্মীরা। আজকে চাঁদার দাবিতে তারা একজনকে প্রকাশ্যে হত্যা করেছে। এর বিচার কে করবে? লন্ডন থেকে তারেক রহমানের ফোন ই কি ঐ খুন হওয়া ব্যাক্তির জন্য যথেষ্ট? ৫ অগাস্টের পর আমরা এগুলোকে আর প্রশ্রয় দিতে পারিনা। যেখানেই চাঁদা বাজির অভিযোগ সেখানেই ছাত্রদল, যুবদল।

আমরা এই সন্ত্রাসীর বিচার চাই। অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য ও দাবি জানান বিক্ষোভকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, সারা দেশ পরিণত হয়েছে চাঁদাবাজের স্বর্গে। চাঁদা দেয়নি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁদাবাজ দলের সদস্যরা পাথর মেরে হত্যা করেছে। আমার দেশে ধর্ষণ হয়, খুন হয় আর লন্ডন থেকে ফোন আসে বোন আমি তারেক বলছি। প্লিজ ড্রামা বন্ধ করেন। তারেক রহমান আপনি আমার দলকে সামলান।

এই নব্য জালিমদের আল্লাহ তুমি ধ্বংস করে দাও নয়তো হেদায়েত দাও আল্লাহ। নতুন করে আওয়ামীলীগ হওয়ার চেষ্টা করলে তার পরিণনি আওয়ামীলীগের মতোই হবে বলে জানান তিনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আজকে যেমন ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামীলীগের সময়ে ও ঠিক এইভাবে প্রতিবাদ করতো।

আরও পড়ুন

বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কিন্তু মজলুম যদি জালিম হয় আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই দশ মাসে বিএনপি একশো মানুষকে খুন করেছে। সংস্কার না করে নির্বাচন হবে না বলেও জানান বিন ইয়ামিন মোল্লা। উল্লেখ্য,রাজধানীতে চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম

ভেস্তে যাওয়ার পথে গাজার যুদ্ধবিরতি আলোচনা

প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার : যুবদল সভাপতি

‘আমি কি এই দেশে নিরাপদ :বাঁধন

নতুন রানি পাচ্ছে উইম্বলডন

টিকটক না ছাড়ায় মেয়েকে হত্যা বাবার