এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করতে চায় : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে, ঠিক তেমন করেই আর যদি কেউ এসে দেশ চালায়, আমাদের এতো ভাইয়েরা জীবন দিলো, চব্বিশের আন্দোলনে আমাদের এতো ভাইদের জীবন দেওয়া বৃথা হয়ে যাবে না? আমাদের শহীদ ভাইদের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হবে।
আজ বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর শহরের আলতাইবা মোড়ে পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, বিবিসি বাংলার রিপোর্টে আমরা দেখেছি, শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যার করার নির্দেশ দিলো, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে।
আরও পড়ুনতিনি আরও বলেন, আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদের দায়বদ্ধ থাকতে হবে। মোদি সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। গণহত্যাকারীকে, একজন মানবতাবিরোধী অপরাধী ক্রসফায়ারকারীকে আশ্রয় দেওয়ার এই দায় মোদি সরকারকে নিতে হবে। এই কারণে আমরা মোদি সরকারের কাছে আহ্বান জানাবো- যতদ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করতে হবে।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের দীর্ঘসময় ধরে একই সংবিধান চলে আসছে, এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না। খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার যে অধিকারের কথা, সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই। পঞ্চাশটা বছর পার হয়ে গেছে। আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত-কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে, এমন একটা সংবিধান আমরা চাই।
মন্তব্য করুন