ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের

ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত সপ্তাহে তার প্রশাসন ইউক্রেনের অস্ত্রের কিছু চালান স্থগিত করে দিয়েছিল।  

স্থানীয় সময় সোমবার (৮ জুলাই) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের আগে ট্রাম্প বলেন, ‘আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। আমাদের এটা করতেই হবে।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইউক্রেন) খুবই তীব্রভাবে আক্রমণের শিকার হচ্ছে। তাই আমাদের আরও অস্ত্র পাঠাতে হবে।’ 

হোয়াইট হাউসের উপ প্রেসসচিব আনা কেলি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘আমেরিকার স্বার্থকে প্রথমে’ বিবেচনায় রেখে। সোমবার পরে ট্রাম্পের মন্তব্য নিশ্চিত করে প্রধান পেন্টাগন মুখপাত্র শন পার্নেল বলেন, ‘স্থায়ী শান্তি নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ড বন্ধ করতে আমরা কাজ করার সময় ইউক্রেনীয়রা যাতে নিজেদের রক্ষা করতে পারে তা নিশ্চিত করার জন্য ওয়াশিংটন ‘‘অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র’’ সরবরাহ করবে।’ পার্নেল আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমাদের আমেরিকা ফার্স্ট প্রতিরক্ষা অগ্রাধিকার’ অনুসারে বিদেশে সামরিক চালানের মূল্যায়ন অব্যাহত রাখবেন।

আরও পড়ুন

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আত্মরক্ষার জন্য ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে। একইসঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বন্ধে ব্যর্থতায় হতাশাও প্রকাশ করেন। খবর : সিএনএন। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২২০ ফুট লম্বা বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় সাঁতরে নদী পারাপার

শহিদ আবু সাঈদের এক বছর: তার স্মৃতিচারণে কাঁদলেন বাবা-মা | Abu Sayed | July Movement | Daily Karatoa

প্রাথমিকে ৭৩ হাজারের বেশি পদ শূন্য, নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন ১১ আগস্ট

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ