ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

খুলনায় কেএমপির সামনে ব্লকেড

খুলনায় কেএমপির সামনে ব্লকেড

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে কেএমপি ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

আজ সোমবার (৭ জুলাই) বিকেলে কেএমপির সামনে খানজাহান আলী সড়কে অবস্থান নিয়ে ব্লকেড করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, খুলনার আইনশৃঙ্খলার পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ দায়সারা কাজ করছে। আমরা এখন ভয়ের মধ্যে আছি। আমাদের দাবি, কেএমপি কমিশনারকে অপসারণ করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ছাত্র-জনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আমাদের আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। খুলনার আইনশৃঙ্খলার অবনতির পেছনে কেএমপি কমিশনার দায়ী। আমরা তার অপসারণ চাই।

আরও পড়ুন

এর আগে, গত ২৪ জুন মারধর করে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে খানজাহান আলী থানা পুলিশের কাছে তুলে দেন ফুলবাড়ি গেট এলাকার স্থানীয়রা। পরে রাতেই তাকে ছেড়ে দেয় পুলিশ।

বিতর্কিত এসআই সুকান্ত দাশকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ২৫ জুন দুপুর থেকে কেএমপি সদরদপ্তর ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। একপর্যায়ে তারা কেএমপির সদরদপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

আন্দোলনের মুখে ২৬ জুন সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ চেষ্টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সুকান্ত দাশকে গ্রেফতার করা হয়। তবে আন্দোলনকারীরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন চলমান রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যোগে ঢাবির ১২ নেতাকে অব্যহতি দিলো ছাত্রদল 

মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু 

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

নেত্রকোনায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে প্রাণ গেল চালকের

স্বর্ণের দাম কমলো ভরিতে ১৫৭৫ টাকা

বগুড়ার গাবতলীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার