ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অস্ত্র মামলায় রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক  অস্ত্র মামলায় রিমান্ডে, ছবি: সংগৃহীত।

রাজধানীর বনানী থানায় অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াদুল হক আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত ও জমা দেওয়া জন্য নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই আদেশ ব্যাপকভাবে প্রচারের পরও আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তিদের মধ্যে অনেকেই তাদের নিকটতম থানায় অস্ত্রে-গোলাবারুদ জমা করেননি। যেসব ব্যক্তি অস্ত্র ও গুলি জমা করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে কোনও ব্যক্তি অস্ত্র বা গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে। 

আবেদনে আরও বলা হয়, আনিসুল হকের অস্ত্র ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত প্রতিনিধির মাধ্যমে বনানী থানায় বা অন্য কোনও থানায় জমা দিয়েছেন কিনা সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি কিংবা বনানী থানাকে অবহিত করা হয়নি। আনিসুল হকের অস্ত্রের লাইসেন্সের ঠিকানায় উপস্থিত হয়ে বাসায় কাউকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ওই বাসার আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আসামি বর্তমানে জেলহাজতে আটক রয়েছেন। আসামির বাসায় কেউ না থাকায় অস্ত্র জমার বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। লাইসেন্সকৃত অস্ত্রের বিপরীতে আসামি কোনও গুলি ক্রয় করেছেন কিনা, সে বিষয়েও কোনও তথ্য পাওয়া যায়নি। আগ্নেয়াস্ত্রটি বনানী থানায় কিংবা অন্য থানায় জমা না দিয়ে তিনি অস্ত্র আইনে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে অস্ত্রের অবস্থান নির্ণয় ও উদ্ধার করার জন্য অভিযান পরিচালনার জন্য এজাহারনামীয় আসামি আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাওয়া একান্ত প্রয়োজন।

আরও পড়ুন

আজ আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক (দিদার) আসামির জামিন বাতিলপূর্বক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন আনিসুল হক নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে ঢাকার বিভিন্ন থানার মামলায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন

গত ১৬ বছর জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে

জরুরি অবস্থা আইন সংশোধনে একমত বিএনপি: সালাহউদ্দিন

ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেত্রী

মৌলিক সংষ্কার ও জুলাই সনদ ছাড়া কোন বিকল্প চিন্তা নয়----নাহিদ ইসলাম

একনলা বন্দুক ও শক মেশিনসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার