নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করুন : সাবেক এমপি রফিক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম বলেছেন, এ দেশের মানুষ এখন নির্বাচন মুখী। এ দেশের ১৮ কোটি মানুষ এখন ভোটের জন্য অপেক্ষা করছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরে ভোট দিতে পারেনি। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে এ দেশের মানুষের মনের আশা পূরন করুন।
তিনি আজ শনিবার (৫জুলাই) বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর দিঘলকান্দি, উত্তর সুখানপুকুর, হাট করমজা, পূর্ব করমজা, গনসার পাড়া, দক্ষিণ চরপাড়া ও হলিদাবগা বাঙ্গালী হাটে পথ সভা ও সুধী সমাবেশে এসব কথা বলেন।
জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীর সভাপতিত্বে স্থানীয় হলিদাবগা বাঙ্গালী হাটে সুধী সমাবেশে তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া সংগঠন বিএনপি এ দেশের খেঁটে খাওয়া মানুষের দল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা হবে। বেকার সমস্যা দূরীকরণ করা হবে। সোনাতলা ও সারিয়াকান্দির চরাঞ্চলে শিল্প কল-কারখানা স্থাপন করে মানুষের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন পল্টন, পাকুল্লা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জিএম আলী হাসান নারুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সারিয়াকান্দি উপজেলার কৃষকদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম পিন্টু, রুহুল আমিন বিপ্লব, কামরুল হাসান বাবু, আমিনুল ইসলাম, আব্দুল আজিজ খোকন, নজরুল ইসলাম টুরু মন্ডল, আব্দুল মান্নান সৌখিন, তাহেরুল ইসলাম কাটু, ভেটু মিয়া প্রমুখ।
মন্তব্য করুন