ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

রংপুরের গঙ্গাচড়ায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই। প্রতীকী ছবি

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :  রংপুরের গঙ্গাচড়ায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়াইবাড়ি-গঙ্গাচড়া রোডের বড়াইবাড়ী তেলপাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

আহত অটোরিকশা চালক ইউনুস আলী সুমন (৩৫) উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ ঘোনটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে। আহত সুমন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকাৎসাধীন রয়েছে।

আহত সুমন বলেন, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আনোয়ারমারী মাদ্রাসার চারজন ছাত্র নাকি পালিয়ে গেছে। সেই ছাত্রদেরসহ একজন অভিভাবক আবার মাদ্রাসায় নিয়ে যাবে বলে রংপুরের বাংলাদেশ ব্যাংক মোড় থেকে আমার অটোরিকশা ভাড়া করে দেন এক সিএনজি চালক। ভাড়া নিয়ে আমি আনোয়ারমারির উদ্দেশ্যে রওয়ানা হই।

রাত গভীর হওয়ায় গঙ্গাচড়া বাজারে এসে ছোট ভাই জিহাদকে (১৪) সাথে নিয়ে আনোয়ারমারী যাই। পরে আনোয়ারমারীতে তাদের নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হই। পথিমধ্যে গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী তেলপাম্প পার হলে ফাঁকা স্থানে রাস্তায় কলাগাছ ফেলে আমাদের পথ আটকিয়ে দেয় ৬/৭ জনের একটি ডাকাত দল।

আরও পড়ুন

সেই সময় আমার গাড়িতে ভাড়া করে দেওয়া ঐ সিএনজি চালক রংপুর থেকে বড়াইবাড়ির উদ্দেশ্যে যায়। আমার সামনে তার সিএনজি আটকিয়ে কি যেন কথা বলে ডাকাতরা তাকে ছেড়ে দেয়। পরে আমাদের দুই ভাইকে বেধড়ক মারধর এবং আমাকে মাথায় ও চোখের উপরিঅংশে ছুরিকাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় ডাকাত দল।

ছোট ভাই জিহাদের সাথে থাকা মোবাইলফোন দিয়ে বাসায় ফোন দিলে আমার বাবা, চাচা, ভগ্নিপতি আমাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রংপুরে ভিডিপি অ্যাডভান্সড প্রশিক্ষণার্থীদের গুলি ছোঁড়া  অনুশীলনের উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে

নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সরকারকে

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ফিরছেন দীপিকা