নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় কলম বাজার এলাকায় গাঁজা বিক্রির সময় এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৪ জুলাই) সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল কলমবাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে লাইলী আক্তার (৩১) নামে এক নারীকে স্থানীয়দের কাছে গাঁজা বিক্রির সময় আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুনসিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সেনাবাহিনী তাকে সিংড়া থানায় হস্তান্তর করে।
মন্তব্য করুন