ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে এক ছাত্রী ধরা

সিলেটে জাল প্রবেশপত্রে পরীক্ষা দিতে এসে এক ছাত্রী ধরা

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে জাল এডমিট কার্ড (প্রবেশপত্র) নিয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন এক ছাত্রী।বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

জাল এডমিট কার্ডসহ মোছা. তাহমিনা আক্তার নামের ওই ছাত্রীকে আটক করেন ডিউটিরত শিক্ষকরা। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

 আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাই/বাচাইয়ের সময় ডিউটিরত শিক্ষকের চোখে ধরা পড়ে, দুটি এডমিট কার্ডে একই রোল নম্বর ও তথ্য রয়েছে। দুজনই নিজেদের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, আর ভুয়া এডমিট কার্ডসহ ধরা পড়েন তাহমিনা।

জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে না পারায় তার ভাই এক দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং সেখান থেকেই এডমিট কার্ড সংগ্রহ করেন। পরে কেন্দ্রে এসে বুঝতে পারেন, সেটি ছিল জাল।

আরও পড়ুন

তিনি বলেন, আমি কিছুই জানতাম না, সবকিছু আমার ভাই করেছে। এখন তিনি হাসপাতালে ভর্তি।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন সারাবাংলাকে জানান, ছাত্রীটি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবিক বিবেচনায় তাকে পরিবারের ,দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী আটক

আখাউড়ায় অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে আসায় ট্রেন আটকে দিলো এলাকাবাসী

রিজিক নিয়ে ভক্তদের প্রশ্ন, যা জানালেন তামিম মৃধা

পাকিস্তানের অবস্থান বদলের পর ভারতের নতুন সিদ্ধান্ত

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত: আইজিপি

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা