ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের এপ্রোজ ভেঙে যাচ্ছে

বগুড়ার সোনাতলায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের এপ্রোজ ভেঙে যাচ্ছে। ছবি : দৈনিক করতোয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত সুখদহ নদীর ওপর নির্মিত ব্রিজের দু’পাশের এপ্রোজ ভেঙে যাচ্ছে। এতে করে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া সুখদহ নদীর ওপর ২০২০ সালে এলজিইডি ব্রিজ নির্মাণ কাজ শুরু করে।

সম্প্রতি ব্রিজের নির্মাণ কাজ শেষ হয়। ব্রিজটি নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে প্রায় সাড়ে সাত কোটি টাকা। গত কয়েক দিনের অবিরাম বর্ষণে ওই ব্রিজের উত্তর ও দক্ষিণ পাশের এপ্রোজ ভেঙে গেছে। এমনকি এখনই ওই ব্রিজের এপ্রোজ ঠিক করা না হলে সোনাতলার সাথে সাড়িয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

এতে করে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সকল ধরণের পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, সড়কটি সোনাতলা উপজেলার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ রক্ষাকারী একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। পাশাপাশি এলজিইডি সুখদহ নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে না করতেই এপ্রোজ ভেঙে যাওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, এপ্রোজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই সেটি নষ্ট হয়ে যাচ্ছে।

আরও পড়ুন

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার রায়হান শেখ বলেন, ব্রিজের উত্তর পাশে জায়গা একটু সরু। তাই বৃষ্টি ও ঝড়ের দিনে পানি গড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি কিছু স্থানে ভেঙে গেছে। বর্ষার পর এপ্রোজ ঠিক করে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, রাস্তাটি দেখভালের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের এখনও প্রায় দেড় বছর সময় রয়েছে। এ সময়ের মধ্যে রাস্তাটি মেরামতের দায়িত্ব ঠিকাদারের। আমরা ঠিকাদারকে এপ্রোজ মেরামতের নির্দেশ দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল 

জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন এমপিও শিক্ষকরা 

বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হতে পারে ৫ জেলা

প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি প্রদান মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটির

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদে নারী প্রার্থীদের ছড়াছড়ি, ভোটের মাঠ গোছাতে দৌড়ঝাপ শুরু