ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি প্রয়োজন: সারজিস

সারজিস আলম

সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০ আসনে সরাসরি ভোটে সংসদে নারীদের প্রতিনিধিত্ব চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন সারজিস আলম। সংরক্ষিত নারী আসন প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান।

সারজিস বলেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া; নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।

আরও পড়ুন

সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন, জনগণের কাছে ছুটে যান, জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করেন, সেটা সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্য করতে পারেন না।

তিনি আরও বলেন, তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সে ক্ষেত্রে আসনসংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে। আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার