ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জয়পুুরহাটের পাঁচবিবির পাটাবুকায় ভাঙ্গা সড়ক পথচারীদের মরণ ফাঁদ

জয়পুুরহাটের পাঁচবিবির পাটাবুকায় ভাঙ্গা সড়ক পথচারীদের মরণ ফাঁদ

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা এলাকায় ব্যবসায়ী শিপনের বাড়ির উত্তর পাশে পাকা রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় মরণ ফাঁদে পরিনত হয়েছে। ফলে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। তারপরও ঝুঁকি নিয়ে ওই সড়ক দিয়ে চলছে যানবাহন। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, পাটাবুকা এলাকার রাস্তাটির যে অংশ ভেঙে গেছে তার উভয় পাশের রাস্তা তুলনামূলক ভাবে উঁচু। এ কারণে গত কয়েকদিনের টানা বৃষ্টির পানি ওই ভেঙে যাওয়া অংশ দিয়ে নিচের দিকে নিষ্কাশন হওয়ায় আরও বেশি ভেঙ্গে গেছে। এতে ভ্যান রিক্সা মোটরসাইকেল সাধারণ যাত্রী ঝুঁকি নিয়ে পারাপার হলেও ভারী যানবাহন পার হতে গিয়ে পড়ছে বিপাকে।

স্থানীয়রা জানান, দিনের বেলায় ওই সড়ক দিয়ে রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকেরা ঝুঁকি নিয়ে চলাচল করতে পারলেও রাতের বেলায় অপরিচিত গাড়ির চালকদের কাছে এই সড়ক যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে।  রাস্তাটি ভাঙার কারণে বড় যানবাহনগুলো বিকল্প রাস্তায় চলতে হয়। অনেক দূর দিয়ে ঘুরে আসতে সময়ও বেশি লাগে খরচও বেশি হয়। অতি দ্রুত রাস্তাটির সংস্কার করে সকলের নির্দ্বিধায় চলাচলের ব্যবস্থা করার দাবি তাদের।

আরও পড়ুন

এ বিষয়ে স্থানীয় বালিঘাটা ইউনিয়ন পরিষদের বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য মো. মামুনুর সরকার রাশেদুল বলেন, যানবহন ও জনসাধারণের চলাচলের জন্য ভাঙা রাস্তাটি বালুভর্তি ব্যাগ দিয়ে অতি দ্রুত ঠিক করা হবে। এছাড়া উপজেলা মাসিক মিটিংয়ে ভাঙা রাস্তার বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে : শামসুজ্জামান দুদু

মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ইসরায়েলে ড্রোন হামলা চালালো হুথি

নেপালে নির্বাচনের প্রস্তুতি, ভোট দিতে পারবেন প্রবাসীরাও