ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে ২৯ মামলা, জরিমানা ৭৪ হাজার টাকা

গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে ২৯ মামলা, জরিমানা ৭৪ হাজার টাকা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে পলাশবাড়ী মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে ২৯টি মামলায় ৭৪ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়।

গতকাল শনিবার ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মোহাম্মদ মুনতাসির মারুফ। এসময় গাইবান্ধা বিআরটিএর মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অফিসের কর্মচারীরা এবং জেলা ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সড়কে চলাচলরত বিভিন্ন গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৯টি মামলায় ৭৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করে এই ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে বিআরটিএ গাইবান্ধার মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল বলেন, ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারণে এবাবের ঈদেও সড়কে অনেক প্রাণ ঝরে গেছে। সড়কে নির্ধারিত গতির বেশি গাড়ি চলাচলে দুর্ঘটনা বেশি হয়। গাড়ি ও চালকের সব কাগজপত্র যাচাই বাছাই করে দেখা হয়।

আরও পড়ুন

পলাশবাড়ী ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিন বলেন, মোটরসাইকেল, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, বাস, প্রাইভেটকারের কাগজপত্র ও ফিটনেস ঠিক না থাকায় মামলা দেওয়া হয়। বাসের বেশি জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারি শাখা) মোহাম্মদ মুনতাসির মারুফ বলেন, ঈদ পরবর্তী কর্মস্থলমুখী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাড়ির, চালক ও কাগজের ত্রুটি থাকায় মামলা হিসেবে অর্থদন্ড করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন