ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ঈদে বেতারেই এলো লাবণ্য’র নতুন গান ‘স্মৃতির বৃষ্টিতে’

ইয়াসমিন লাবণ্য

অভি মঈনুদ্দীন : আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে বাংলাদেশ বেতারে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে ইয়াসমিন লাবণ্য’র যাত্রা শুরু হয়। এরপর থেকেই প্রতিবছরই বেতারে নিয়মিতভাবে গান গেয়ে আসছেন। সেইসাথে মাঝে মাঝে উপস্থাপনাও করেন তিনি বেতারে।

তবে পেশাদার উপস্থাপিকা হিসেবে লাবণ্য’র যাত্রা শুরু ২০১৩ সালে এটিএন বাংলায়। ২০১৬ সাল থেকে তিনি মাছরাঙ্গা টিভিতে উপস্থাপনা করে আসছেন নিয়মিতভাবে। তবে এখন বিটিভি, গ্লোবাল টিভিতেও উপস্থাপনা করছেন। ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’তে সিনিয়র নৃত্যশিল্পী হিসেবেও কর্মরত লাবণ্য। এবারের ঈদে বেতারের অনুষ্ঠানে তার নতুন একটি মৌলিক গান প্রচারে এলো। সেইসাথে তারই উপস্থাপনায় একটি অনুষ্ঠানও প্রচার হয় বলে জানালেন তিনি। ‘স্মৃতির বৃষ্টিতে’ শিরোনামের গানটি প্রচারে এলো ঈদেই বেতারে। গানটি লিখেছেন সাহাবুদ্দিন মজুমদার। গানটির সুর করেছেন মো: ইসহাক।

এছাড়াও ঈদের তৃতীয় দিনে বেতারে দুপুর ২.২০ মিনিটে প্রচার হয় লাবণ্যরই উপস্থাপনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে আড্ডা’ অনুষ্ঠানটি। এই আয়োজনে লাবণ্য’র উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন শফি মণ্ডল ও নাছরিন আক্তার। ২০২০ সালে বিটিভিতে গানের তালিকাভুক্ত শিল্পী হন লাবণ্য।

আরও পড়ুন

গত ঈদে মাছরাঙ্গা টিভিতে তারই উপস্থাপনায় রাঙ্গা সকাল’ অনুষ্ঠানে জীবনের গল্প বললেন গুলতেকিন আহমেদ ও নূহাশ হুমায়ূন। আরেকটি পর্বে গল্পে মেতে উঠেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কণা। এদিকে গত ৬ জুন ছিলো লাবণ্য’র জন্মদিন। ঈদের ঠিক আগেরদিন জন্মদিন হওয়াতে একদিকে যেমন খুউব খুশী আবার কিছুটা মন খারাপও ছিলো।

ইয়াসমিন লাবণ্য বলেন,‘ বেতারে নতুন যে গানটি প্রচার হলো তার কথা ও সুর আমার কাছে বেশ ভালোলেগেছে। এছাড়াও বেতারে আমারই উপস্থাপনায় গানে গানে আড্ডা অনুষ্ঠানটিরও বেশ ভালো সাড়া পেয়েছি। মাছরাঙ্গা টিভিরও দুটি পর্ব নিয়েও বেশ সাড়া পেলাম। আর এবারের জন্মদিন নিয়ে মনটা একটু খারাপও ছিলো। কারণ আমি যাদের সঙ্গে সবসময় চলাফেরা করি বা গল্প আড্ডায় মেতে উঠি তাদের অধিকাংশই ঢাকায় নেই। কারণ সবাই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন। তাদের ছাড়া জন্মদিনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিলো। ফিরে এলে সবাইকে নিয়ে আনন্দ করার ইচ্ছে আছে। তারপরও বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমি প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার দাদা, হাওর জিন্সের কর্ণধার মো: রমিনুল হক সায়াদ ভাই ও সাংবাদিক অভি মঈনুদ্দীন ভাইয়ের কাছে। কারণ তারা ৩০ মে আমার জন্মদিন অগ্রীম উদযাপন করেছেন। তাদের এই ভালোবাসার কাছে ঋনী আমি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব সাত পরিবার

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

রংপুর জেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু গ্রেফতার