ভিডিও রবিবার, ২২ জুন ২০২৫

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাসী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সায়মা রহমান (৫)নামে এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার পরিবারের আরো ৪জন।
 
আজ বুধবার (১১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে এ দূর্ঘটনা ঘটে।
 
নিহত শিশু সায়মা রহমান ঢাকার নিউস্কাটন রোডের বাসিন্দা রাফিউর রহমানের মেয়ে। এছাড়া এ দূর্ঘটনার নিহত সায়মার বাবা রাফিউর রহমান (৪৫), মা নুসরাত জাহান (৩৭), ভাই আসিক রহমান (১০) ও আঃ রহমান (৪) গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।
 
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, প্রাইভেটকারে করে একই পরিবারের ৫ জন ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। এসময় প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট স্কাই ব্লু রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ৫জন গুরুত্বর আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সায়মা মারা যায়।
 
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মানোষ ভট্রাচার্য বলেন, সড়ক দূর্ঘটনায় আহত ৫জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু সায়মা মারা যায়। বাকীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন সরকার গ্রেফতার

জয়পুুরহাটের আক্কেলপুরে দুর্ধর্ষ ডাকাতি, বিপুল পরিমাণ স্বর্ণ ও টাকা লুট

পাবনার সুজানগরে আবার পদ্মার ভাঙনের কবলে বাড়িঘর ও ফসলি জমি

বগুড়ার দুপচাঁচিয়ার নার্সারি করে স্বাবলম্বী সাইফুল

জয়পুুরহাটের আক্কেলপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৩

বগুড়ায় সেনাবাহিনীর হাতে সন্ত্রাসী সিয়াম গ্রেফতার