চকরিয়ায় সড়কের পাশ থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
_original_1749647327.jpg)
কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত বুলবুল আক্তার (২৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার এবিসি সড়কের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার স্থানীয় লোকজন সড়কের পাশে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন চকরিয়া থানার এসআই আবুল খায়ের।
তিনি জানান, ওই নারীর পেটে, পায়ে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত বুলবুল আক্তার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও একই এলাকার আবদুল গফুরের স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় এবিসি সড়কের পূর্বপাশে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশেকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনকক্সবাজার জেলা পুলিশের চকরিয়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার অভিজিৎ দাশ ও থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ছুরিকাঘাত করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের কাজ চলমান রয়েছে ।
মন্তব্য করুন