ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বিয়েতে যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি

ছবি : সংগৃহিত,বিয়েতে যৌতুক হিসেবে পুত্রবধূর কিডনি চাইলেন শ্বশুর-শাশুড়ি

আন্তর্জাতিক ডেস্ক : যৌতুকে আসবাব, টাকা ও গহনা না পেয়ে পুত্রবধূর কিডনি চেয়ে বসলেন শ্বশুরবাড়ির লোকজন। শ্বশুরবাড়ির এমন অস্বাভাবিক দাবির জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই তরুণী। বিহারের মুজাফ্ফরপুরে ঘটেছে এমন ঘটনা। মঙ্গলবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য।


প্রতিবেদনে জানা যায়, দীপ্তি নামের ওই তরুণীর বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন তার বাবার বাড়ি থেকে টাকা-গহনা আনার জন্য চাপ দিতেন। একবার স্বামীকে মোটরসাইকেলও কিনে দিতে বলেন। পরে তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, এগুলো দিতে না পারায়, তাকে স্বামীর জন্য একটি কিডনি দিতে বলেন শ্বশুরবাড়ির লোকজন।


দীপ্তি তাতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।


পুলিশের বরাত দিয়ে সংবাদে বলা হয়, ২০২১ সালে বিয়ে হয়েছিল ওই তরুণীর। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন শ্বশুর-শাশুড়ি। এর মধ্যেই বিয়ের বছর দুয়েক পরে ওই তরুণী জানতে পারেন, তার স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ করে না।

আরও পড়ুন


সেই সময় থেকেই শ্বশুরবাড়ির লোকজন দীপ্তির স্বামীর জন্য তার কিডনি দিতে বলে আসছেন।
অভিযোগ পেয়েই দুই পক্ষকে থানায় ডেকে পাঠায় পুলিশ। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করা হয়। কিন্তু ওই তরুণী বিবাহবিচ্ছেদ চান। স্বামী তাকে ডিভোর্স দিতে অস্বীকার করেন।

এই পরিস্থিতিতে স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব সাত পরিবার

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

রংপুর জেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু গ্রেফতার