ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

গরমে শখের গাড়ি ভালো রাখবেন যেভাবে

গরমে শখের গাড়ি ভালো রাখবেন যেভাবে

যাতায়াতের সুবিধা ও সময় বাঁচাতে নিজের একটি গাড়ি খুবই জরুরি। তবে গাড়ি প্রয়োজনের চেয়ে শখ পূরণের জন্যই কেনেন বেশিরভাগ মানুষ। তবে এই তীব্র গরমে নিজের শরীরের পাশাপাশি শখের গাড়ির যত্ন নিতেই হবে। নাহলে দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা। যেগুলো সারিয়ে তুলতে খরচ হতে পারে মোটা অঙ্কের টাকা।

জেনে নিন গরমে শখের গাড়ি ভালো রাখতে কি করবেন-
>> গ্রীষ্মকালে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়। বাইরের তাপ এবং ইঞ্জিনের নিজস্ব তাপ সবটাই থাকে। তাই কুল্যান্ট গুরুত্বপূর্ণ। কুল্যান্ট ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং অতিরিক্ত গরম হওয়া রোধ করে। প্রতি দুই সপ্তাহে কুল্যান্টের মাত্রা পরীক্ষা করুন।

যদি লেভেল কম থাকে, তাহলে গাড়ির ম্যানুয়াল অনুসারে উপযুক্ত কুল্যান্ট যোগ করুন। সস্তা কুল্যান্ট ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি ইঞ্জিনের ক্ষতি করতে পারে। এছাড়াও, যদি গাড়ি তিন বছরের বেশি পুরনো হয়, তাহলে রেডিয়েটর সার্ভিস করানো প্রয়োজন।

>> রেডিয়েটর গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য বাতাস সঞ্চালন করে। কিন্তু, ধুলোবালি, নোংরা ঢুকে রেডিয়েটর ফ্যানের মধ্যে আটকে যায়। যা বায়ুপ্রবাহ হ্রাস করে এবং ইঞ্জিনকে উত্তপ্ত করে তোলে। রেডিয়েটর ফ্যানের উপর ধুলো জমলে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। পরিষ্কার রেডিয়েটর প্রচণ্ড গরমেও আপনার গাড়িকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে।

আরও পড়ুন

>> রোদে গাড়ি পার্ক করলে, কয়েক মিনিটের মধ্যেই গরম হতে শুরু করে। ভেতরের পরিবেশও অসহনীয় হয়ে ওঠে। ইঞ্জিনেও চাপ পড়ে। যখনই সম্ভব গাড়িটি গাছের নিচে, গ্যারেজে অথবা ছায়ায় পার্ক করুন। যদি কোনও ছায়া না থাকে, তাহলে গাড়িতে বডি কভার ব্যবহার করুন।

এই কভারটি গাড়ির রং এবং অভ্যন্তরকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। এছাড়াও, পার্কিং করার সময় গাড়ির জানলা হাফ ইঞ্চি খোলা রাখুন। এতে বাতাস চলাচল করবে এবং ভিতরের তাপ কমবে।

>> গ্রীষ্মে গাড়ির এয়ার কন্ডিশনার (এসি) আপনার সঙ্গী। কিন্তু ক্রমাগত ব্যবহার এর উপর চাপ সৃষ্টি করে। এসির ফিল্টারে ধুলো জমলে, বায়ুপ্রবাহ কমে যায়। ঠান্ডা কম হয়। এসি সার্ভিসিং করান। রেফ্রিজারেন্ট লেভেল, কম্প্রেসার এবং বেল্ট পরীক্ষা করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো : ফখরুল

গাজায় তীব্র হামলা ইসরায়েলে, একদিনেই ৪৯ জনকে হত্যা 

সৌদি আরবের ওপর দিয়ে মিসাইল পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা