ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বুড়িমারী স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.এস.এম নিয়াজ নাহিদ।

তবে এ সময়ে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ হবে না বলে জানান, বুড়িমারী অভিবাসন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। একই তথ্য নিশ্চিত করেন, বুড়িমারী শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রাহাত হোসেন।

ব্যবসায়ী ও পরিবহণ সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বন্দর কার্যক্রমও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে বন্দরের কাস্টমস অফিস খোলা থাকবে এবং সরকারি কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন

এই সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে যার মধ্যে রয়েছে বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বিজিবি, পুলিশ ইমিগ্রেশনসহ ভারত ও ভুটানের সংশ্লিষ্ট দপ্তর। আগামী ১৫ জুন থেকে বুড়িমারী স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০

চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতা

রাকসু নির্বাচন : ভিপি-জিএসসহ নারী প্রার্থী ৩২ জন

বগুড়ার বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান

পাঙাশ মাছ কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর, যা বলছেন পুষ্টিবিদ