ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জে আটক ৬

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জে আটক ৬

নিউজ ডেস্ক:  আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় দূরপাল্লার বাস কাউন্টারে ঝটিকা অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১ জুন) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। যাত্রী সাধারণের অভিযোগের প্রেক্ষিতে চাষাঢ়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম।


প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর সদস্যরা হঠাৎ করে উপস্থিত হয়ে টিকিট বিক্রির মূল্য যাচাই করতে শুরু করেন। এ সময় তারা কাউন্টার কর্মী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাউন্টার কর্মীরা অতিরিক্ত ভাড়া আদায়ের কথা স্বীকার করেন এবং যাত্রীদের অতিরিক্ত নেয়া অর্থ ফেরত দেন।

আরও পড়ুন

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ঈদ উপলক্ষে সাধারণ যাত্রীদের ভোগান্তি দূর করতে আমরা নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন সময় সংবাদকে জানান, আটকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন