ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩০ মে, ২০২৫, ১১:২৭ দুপুর

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ

সংগৃহিত,দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ান নৌবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী বলেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরের ঘাঁটি থেকে দুপুর ১টা ৪৩ মিনিটে নৌবাহিনীর পি-৩ প্যাট্রোল প্লেনটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিতে থাকা চার আরোহীর সবাই মারা গেছেন। তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এদিকে, এই দুর্ঘটনা কারণে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই ঘটনায় দেশটির নৌবাহিনী একটি তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি সাময়িকভাবে নৌবাহিনীর বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন-অবতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন


পোহাংয়ের জরুরি সেবাবিষয়ক কার্যালয় বলেছে, স্থানীয় বাসিন্দারা খবর দেয় যে, একটি প্লেন পাহাড়ি এলাকার বেসামরিক ভবনের কাছে বিধ্বস্ত হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস। গাড়ি মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি যানবাহন অবস্থান করছে। উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে উড়ছে কালা ধোয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড