ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বগুড়া কাহালুতে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি

বগুড়া কাহালুতে ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, ছবি: প্রতিকী ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট পূর্বপাড়ায় ব্যবসায়ী আবু রেজা রিপনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল রিপন ও তার স্ত্রীসহ দুই মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ৩০ ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক ও দরগাহাট বাজারের মুন্নু এন্ড রাইশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিপন শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করেন।  

ব্যবসায়ী রিপন জানান, ঘটনার দিন রাতে উল্লেখিত সময়ে মুখোশ পড়া ১০/১২ সদস্যের একটি ডাকাত দল তার বাড়ির মেইন গেট খুলতে না পেরে পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে দেশীয় ধারালো অস্ত্র হাতে নিয়ে প্রথমে ডাকাত দল বাড়ির মধ্যে প্রবেশ করে। এরপর তারা তার হাত-পা ও মুখ বেঁধে ফেলার পর তার স্ত্রী ও দুই মেয়েকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক ঘন্টা সময় ধরে পুরো বাড়ি তছনছ করে উল্লেখিত পরিমাণ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। রিপন আরও জানান, ডাকাতরা চলে যাবার পর ৯৯৯ ফোন দিয়েও তিনি তেমন পুলিশি সহায়তা পাননি। তবে ঘটনার অনেক পর কাহালু থানার এক এসআই তার বাসায় এসে খোঁজ নেন।   

এ বিষয়ে মোবাইল ফোনে কাহালু থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নানের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, এখনও থানায় কেউ অভিযোগ দেননি।

 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ড্রোন!

রাইসার কণ্ঠে আনন্দের গান ‘সন্ধ্যা নেমে আসুক’