ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

লালমনিরহাটে ‘ক্যাসিনো’ জুয়ার এজেন্ট আটক 

লালমনিরহাটের পাটগ্রামে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট মো. সাজু মিয়াকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। ছবি: সংগৃহীত।

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে অনলাইন ক্যাসিনো জুয়ার এজেন্ট মো. সাজু মিয়াকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সাজু মিয়া উপজেলার একই ইউনিয়নের কচুয়া গ্রামের আমিনুর ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায় দীর্ঘ দিন ধরে কচুয়া বাজারের একটি মুদির দোকানে বসে অনলাইন ক্যাসিনো জুয়ার নিয়ন্ত্রণ করে আসছিল সাজু মিয়া। এই জুয়ার জন্য এলাকার বিভিন্ন বয়সী শিক্ষার্থীসহ বৃদ্ধ বয়সের লোকজনও লোভে পড়ে যেত এই জুয়ায়। এতে করে দিনের পর দিন এলাকার অনেকে এই জুয়ায় আসক্ত হয়ে সবকিছু নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়ে। এরকম অভিযোগ পেয়ে গত সোমবার রাতে ওই মুদির দোকানে পুলিশ অভিযান চালিয়ে সাজুকে আটক করে। 

গতকাল মঙ্গলবার দুপুরে এনিয়ে কথা হলে পাটগ্রাম থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া বাজারের ওই মুদির দোকান থেকে পুলিশ সাজুকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোন উদ্ধার করা হয়। সাজু মিয়া অনলাইন জুয়ার সক্রিয় এজেন্ট বলেও জানান ওই পুলিশ অফিসার। 

আরও পড়ুন

জানা গেছে, বিভিন্ন জুয়ার অ্যাপসের মাধ্যমে একটি অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে অনলাইন ক্যাসিনোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতো সাজু। এরপর মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিত সে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’র ২০ ধারায় মামলা হয়েছে। আটক সাজুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানায় পুলিশ। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ড্রোন!