২১ বছর আগে জেমসের গানের মডেল হয়েছিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক ঃ অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র পদার্পণ করেন। এরপর ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন শাকিব খানের সঙ্গে। এরপর অপু বিশ্বাসের হিসাবনিকাশ সব বদলে যায়। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান। তবে এর আগে অপু বিশ্বাস জেমসের গানের গানের মডেল হয়েছিলেন। সেটা ২০০৪ সালে। তখন সদ্যই সিডি (কমপ্যাক্ট ডিস্ক) বাজারে জায়গা করে নিচ্ছিল। সেই সময়ই ক্যাসেটের পাশাপাশি অডিও কম্পানিগুলো গানগুলোকে সিডি আকারে বাজারে ছাড়ছিল।
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘আঁচল’ অ্যালবামে গেয়েছিলেন জেমস ও আইয়ুব বাচ্চু। এই অ্যালবামের প্রায় সবগুলো গানই জনপ্রিয় হয়েছিল। গানের সুরকার ও সংগীত পরিচালক শওকতের উদ্যোগে সিডির গানের ভিডিওচিত্র বানানো হয়। সেসব গানের একটি হলো- ‘কোন ফুলে পূজো দেব তোমায়, ভেবে পাই না; কোনো ফুল যে তোমার পাশে শোভা লাগে না।’ এই গানেই মডেল হয়েছিলেন অপু বিশ্বাস।
আরও পড়ুনসম্প্রতি এ গানটি ইউটিউবে দেখা যাচ্ছে। গানের ভিডিওচিত্র নির্মাণ করেছিলেন এ বাবুল। এই অ্যালবামের আরেকটি গানে ছিলেন আরিফিন শুভ। এমনটি উল্লেখ করলেন গীতিকার রাজীব আহমেদ। ‘আঁচল’ অ্যালবামের সব গান লিখেছিলেন রাজীব। সে সময়ের তুমুল জনপ্রিয় গীতিকার বলেন, ‘সেটা সিডির যুগ ছিল। কিন্তু সেই ভিডিওচিত্র একটা ডিস্ক থেকে সময়ের উৎকর্ষতার সঙ্গে আমাদের চোখের সামনে এত বছর পর ফিরে আসবে, ভাবতেই অন্য রকম লাগে।’
মন্তব্য করুন