ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে  সকলকে দায়িত্বশীল ভূমিকা  পালন করতে হবে -জেলা প্রশাসক, বগুড়া 

মঙ্গলবার উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। ছবি: দৈনিক করতোয়া ।

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এছাড়াও শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব না। 

তিনি মঙ্গলবার উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সুধী সমাবেশে এ কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. তানজারুল হক তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, দিগদাইড় ইউপি চেয়ারম্যান সহিদুল হক টুল্লু, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান, সদরুল ইসলাম সবুজ, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমিন, ইউসুফ আলী সুইট, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের মাঝামাঝিতে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। 



আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

পদত্যাগ করতে পারেন ফারুক,আলোচনায় আমিনুল

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় দেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল