এবি ব্যাংক নিয়ে এলো তিনটি নতুন ইসলামিক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট

এবি ব্যাংক সম্প্রতি তিনটি নতুন শরিয়াহ্সম্মত ইসলামি্ক ব্যাংকিং ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে- এবি মাহির, এবি ইসলামিক ডিপিএস এবং এবি হজ ডিপোজিট স্কিম।
এবি মাহির একটি বিশেষায়িত মুদারাবা সঞ্চয়ী হিসাব যা ত্রৈমাসিক ভিত্তিতে সাধারণ মুদারাবা সঞ্চয়ী হিসেবের চেয়ে অধিক মুনাফা প্রদান করে থাকে। এই সঞ্চয়ী হিসাব ন্যূনতম ৫০০০ টাকা দিয়ে খোলা যায় এবং এতে রয়েছে ইন্টারনেট ব্যাংকিং ও ফান্ড ট্রান্সফারসহ অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা।
এবি ইসলামিক ডিপিএস একটি দীর্ঘমেয়াদি ডিপোজিট প্ল্যান যেখানে ২০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদে আকর্ষণীয় মুনাফায় ডিপোজিট করা যায়। এতে আরও রয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ফ্রি ইসলামিক বীমা সুবিধা।
আরও পড়ুনএবি হজ ডিপোজিট স্কিম গ্রাহকদের হজ পালনের জন্য আর্থিক সচ্ছলতায় একটি সঞ্চয়ী স্কীম, যা গ্রাহকগণ ১ থেকে ২০ বছরের যেকোনো মেয়াদের জন্য খুলতে পারবেন এবং এতে রয়েছে অর্ধ-বার্ষিক ভিত্তিতে আকর্ষণীয় মুনাফা।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব সৈয়দ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন এবি ব্যাংক শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান জনাব ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন