ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জে সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

হবিগঞ্জে সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৬ মে) সকালে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, সকাল সাড়ে ৭টার দিকে বিএসএফ ওই ১৮ জনকে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। জানা গেছে, তারা সবাই ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

তিনি আরও জানান, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ইতোমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।

 

এর আগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও নারী ও শিশুসহ ১৯ জনকে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। তারা সবাই মুসলিম সম্প্রদায়ের বাংলা ভাষাভাষি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

 

সোমবার ভোরে তাইন্দং সীমান্ত দিয়ে গোলমনিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইন করে।

 

জানা যায়, সীমান্ত পার হয়ে মাটিরাঙ্গার তাইন্দং কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবি কৃষ্ণদয়াল পাড়া বিওপিতে খবর দিলে বিজিবি তাদের হেফাজতে নেয়। বর্তমানে তারা বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, তাইন্দং সীমান্ত পয়েন্ট দিয়ে যাদেরকে পুশইন করা হয়েছে তাদেরকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১

বেটিং অ্যাপ মামলায় হাজিরা দিতে ইডি দপ্তরে মিমি

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি

নওগাঁর ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস