ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম আলোচিত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী এবারই প্রথম স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে গতকাল রাতে রওয়ানা হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন ঐশী।

ঐশী জানান আগামী ২৭ মে যুক্তরাজ্যের লণ্ডনে এবং ২ জুন বার্মিংহামে ‘ফোক কনসার্ট’-এ সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন ঐশী ও সঙ্গীতে তার অভিভাবক, দিক নির্দেশক তারই মা নাসিমা মান্নান।

নাসিমা মান্নান জানান ,প্রথমবার ঐশী লণ্ডনে যাচ্ছেন তার পুরো ‘ঐশী এক্সপ্রেস’ টিম নিয়ে। সঙ্গে তিনিও যাচ্ছেন। পরপর দুটি শো শেষে আগামী ৪ জুন দেশে ফিরবেন তারা। দেশে ফিরে ঈদের পর আগামী ৯ জুন টাঙ্গাইলের মধুপুরের ‘মধুপুর শহীদ স্মৃতি এলামনাই এসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে মধুপুরেই সঙ্গীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন ‘মধুপুর শহীদ স্মৃতি এলামনাই এসোসিয়েশন’র দপ্তর সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ। অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটির আত্নপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মধুপুরে গাইবেন ঐশী। এদিকে কিছুদিন আগেই ঐশী সৌদী আরবের জেদ্দাতে ‘ইউর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শোতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিথযশা শিল্পীদের সঙ্গে একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন। যা তার কাছে অবিস্মরণীয় এক স্মৃতি হয়ে রয়েছে বলে জানান তিনি। যুক্তরাজ্য সফর, জেদ্দা সফর’সহ অন্যান্য প্রসঙ্গে ঐশী বলেন,‘ সৌদী আরবের জেদ্দায় যে শোতে আমি সঙ্গীত পরিবেশন করেছি আমি মনেকরি এটা ছিলো আমার লাইফটাইম অ্যাচিভম্যান্ট। কারণে সেই বিশাল বড় স্টেজ এ বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সেখানে একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী হিসেবে নিমন্ত্রণ পাওয়া এবং বিরাট বড় স্টেজ-এর এ মাথা থেকে ও মাথা গানে গানে শ্রোতা দর্শককে মাতিয়ে রাখতে পারারার মধ্যদিয়ে আয়োজক এবং দর্শককে সন্তুষ্ট করে আসতে পেরেছি, এটাই ছিলো আমার অ্যাচিভম্যান্ট। আর যুক্তরাজ্যে অনেক আগে থেকেই আমার গানের অনেক ভক্ত রয়েছেন। অনেক আগেই আসলে যুক্তরাজ্যে যাবার কথা ছিলো। কিন্তু ব্যাটে বলে এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। একটু খারাপ লাগছে রব্বানীর জন্য। শোটা যেহেতু ফোক গানের। তাই ফোক গান, লোক গান গাওয়ার পাশাপাশি নিজের গান গাইবো। সেইসাথে সেখানে যেহেতু অনেক সিলেটী প্রবাসী ভাই বোন রয়েছেন। তাদের অনুরোধেও গান গাইবো। আর ফিরে এসে মধুপুরেতো যাচ্ছিই। আশা করছি যুক্তরাজ্যের শো ভালোভাবে শেষ করে ফিরে এসে দেশেও ব্যস্ত সময় কাটবে।’

আরও পড়ুন

ঐশীর মা নাসিমা মান্নান জানান ঈদের ৫’ম দিন এশিয়ান টিভিতে সরাসরি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও আরো ককেয়টি টেলিভিশনের সাথে আলাপ চলছে। দেশের বাইরে ঐশী প্রথম কাতারে শোতে যান। এরপর অষ্ট্রেলিয়া, ওমান, সৌদীআরবে শোতে সঙ্গীত পরিবেশন করেন। কলকাতার দুটি শোতে বাংলাদেশী জনপ্রিয় শিল্পী হিসেবেই তিনি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টার উপর আমরা আস্থা রাখতে পারি’

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান !

ড. ইউনূস জুন মাসের ৩০ তারিখের পর একদিনও ক্ষমতায় থাকবেন না: প্রেস সচিব

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত স্বর্ণলতা-বন্নি

প্রথমবার যুক্তরাজ্যে শো’তে ঐশী, ফিরে এসে মধুপুরে

বগুড়ার শেরপুরে দিনের বেলায় সোনার গহনা ও টাকা লুট