ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান নেতা নজরুল ইসলাম খাঁন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলন করে ফ্যাসিবাদ সরকারকে উল্টে দেওয়া হয়েছে। আবারও ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষ পদত্যাগ এবং নির্বাচন এই এক দফা দাবিতে আন্দোলন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করেছে কিন্তু নির্বাচন এখনো হচ্ছে না।

গণতন্ত্র ফিরে আনা প্রথম কাজ। জনগণের দায়বদ্ধতার সরকার প্রতিষ্ঠা হয়েছে। সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করে যেতে হবে। আওয়ামী লীগ সব ধ্বংস করে গেছে। তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছে, এরমধ্যে সবই রয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কার দরকার তা করে অবিলম্বে নির্বাচন দিন। তিনি প্রশ্ন রেখে বলেন, ডিসেম্বরে নির্বাচন হলে সমস্যা কোথায়।

তিনি বলেন, কিছু দল এখনো সংগঠিত হয়নি, তাদের সময় দরকার। কিন্তু সেই অপেক্ষায় নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত নয়। জনগণের ক্ষমতা তাদের কাছেই ফিরিয়ে দিতে হবে। এক দফার অবশিষ্ট কাজ হলো নির্বাচন, সেই নির্বাচন দিতে হবে।

তিনি আজ শনিবার (২৪ মে) বিকেলে বগুড়া শহরের সূত্রাপুরস্থ সেন্ট্রাল হাইস্কুল মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার অন্তবর্তীকালীন, তাদের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। জনগণ স্থায়ী সরকার চায়। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূস গুণী মানুষ হলেও নাতী-নাতনীদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে।

এখনকার সরকারে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, যা শেখ হাসিনার আমলে সম্ভব হয়নি। কিন্তু এখনো ন্যায়বিচারের দাবিতে কথা বললেই বাধা আসে। তিনি আরও বলেন, বেকার তরুণদের জন্য সরকার কিছু করছে না। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া ইত্যাদি বিষয়ে প্রশ্ন করলেই রোষাণলে পড়তে হয়। অথচ এই অধিকার নিয়েই আমরা লড়াই করছি।

আরও পড়ুন

রুহুল কবির রিজভী আরও বলেন, রাজনৈতিক দল সমালোচনা করবেই, কথা বলার স্বাধীনতার জন্য লড়াই করেছি। তাহলে শান্তির জন্য, ন্যায়ের জন্য বক্তব্য দিলে এত উষ্মা কেন? ন্যায় বিচার চাওয়া অন্যায় কিছু নয় দাবি করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, মব জাস্টিস কেন?

অন্তর্বর্তী সরকারের আমলে বিনাবিচারে মানুষ মারা যাবে কেন? কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচন চাওয়া অপরাধ, যারা বলেন তারা কে? রিজভী বলেন, মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দল কথা বলবে না? বন্দর কেন বিদেশিদের দিতে হবে? দেশে যোগ্য লোক নেই? নাতি-নাতনীর বয়সিদের উপদেষ্টা বানালে অভিজ্ঞ সরকার হয় না।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নুরুল ইসলাম নয়ন, কামরুজ্জামান জুয়েল, নাজমুল হাসান, মোমিনুল হাসান জিসান প্রমুখ।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান হারেজ, বগুড়ার বিএনপি নেতা কেএম খায়রুল বাশার, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আবু হাসানসহ উত্তরের ১৬ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানে বিশেষ স্বীকৃতি পেল ‘আলী’

রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন 

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে