ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

এনবিআর ভবন এলাকায় নিরাপত্তা জোরদার

ছবি : সংগৃহিত,এনবিআর ভবন এলাকায় নিরাপত্তা জোরদার

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবন এলাকায় পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের ভবনে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। অন্যদিকে প্রতিষ্টানটির কর্মকর্তা ও কর্মচারীরা চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। 


শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁও এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া সারাদেশে একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে সব অফিসেও। কোনো কাজ করা হচ্ছে না কাস্টম হাউসে। এছাড়া কোনো সেবা দেওয়া হচ্ছে না ভ্যাট ও কর অফিসেও। তবে ঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।


আন্দোলনকারীদের দাবি, গত ২২ মে এনবিআর চেয়ারম্যানের অপসারণ, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

আরও পড়ুন

এদিকে, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সেবা বিঘ্নিত হওয়ায় সেবাপ্রার্থীদের প্রতি তারা দুঃখ প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী- ছাত্রদল প্রার্থী হামীম

‘পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম’-আবিদুল ইসলাম খান

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব