বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ আজিজুল ইসলাম নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর ফাঁড়ি পুলিশের একটি টিম শহরের চকসুত্রাপুর সুইপার কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ কারবারি আজিজুলকে গ্রেফতার করা হয়। সে কাহালু উপজেলার পাঁচপীর এলাকার ওছিব বাবুর ছেলে। তবে সে বগুড়া সদরের ছোট কুমিড়া পশ্চিমপাড়ায় বসবাস করে আসছিল। এ ঘটনায় জড়িত অপর আসামি ট্যাবলেট বাঁশফোড় পালিয়ে গেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন