ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

গাজীপুর আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

গাজীপুর আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

গাজীপুরের কাপাসিয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম (৫০) ও থানার বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)। গতকাল বুধবার (২২ মে) রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে কাপাসিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন সিদ্দিকী বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক মামলার এজহারভুক্ত আসামি আল-আমিনকে ধরতে পুলিশের একটি টিম সৈয়দপুর গ্রামে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও থানার বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান আহত হন। 

 

আরও পড়ুন

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বলেন, ‘আহত অবস্থায় পুলিশের এক উপ-পরিদর্শক ও আনসার সদস্যকে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মাথায় ৮টি সেলাই লেগেছে।’

 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামিকে ধরতে গেলে আসামি ও তার সহযোগী লোকজনের হামলায় এক এসআই এবং আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে  থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রলোভন দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

চুক্তির সাথে বেতনও বাড়লো সালাউদ্দিনের

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৪

টটেনহামের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ছিন্ন করছেন সন হিউং মিন