ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা নয়, ড. খলিলুরের পদত্যাগ দাবি করছি : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত।

রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই তাই অতিদ্রুত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২২ মে) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, কিছু কিছু উপদেষ্টাদের বক্তব্যে মনে হয় তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। বর্তমান ক্ষমতাসীনরা বিএনপি নেতাদের সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে সংঘাত করতে চাচ্ছে। মানবিক করিডরের নামে ড. খলিলুর রহমান বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে অনিরাপদ করতে চাচ্ছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্র নিরাপত্তা নিয়ে পরীক্ষা করার সুযোগ নেই। তাই অতিদ্রুত খলিলুর রহমানের পদত্যাগের দাবি করছি। 
এ সরকারের রাষ্ট্র পরিচালনার সামর্থ্য নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও জানান তিনি। রিজভী বলেন, এ সময় ইশরাককে নিয়ে আদালত যে রায় দিয়েছেন তা জণগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’

দায় এড়ানোর রাজনীতি করি না: যুবদল সভাপতি

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে