সাবেক এমপি লালু শজিমেকে রোগীদের খোঁজখবর নিলেন

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু আজ মঙ্গলবার (২০ মে) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
হাসপাতালে চিকিৎসাধীন গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের আয়েশা আক্তার, বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের আমজাদ প্রামানিক, নশিপুর ইউনিয়নের হোড়ারদিঘী গ্রামের আব্দুর রাজ্জাক, শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ইমরুল গ্রামের মুসফিকা আক্তারের খোজ খবর নেন তিনি।
এছাড়া গতকাল শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসুস্থ আবুল বাশার ও তার অসুস্থ বাবা আব্দুর রহিম, চুপিনগর ইউনিয়নের ব্রি-গ্রাম এর অসুস্থ জহুরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি ও চুপিনগর ইউনিয়নের বীর-কুষ্টিয়া গ্রামের আব্দুর সোবাহান ফটুর সহধর্মিনী কে দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
আরও পড়ুনঅপরদিকে একই দিনে চুপিনগর ইউনিয়নের বীর-কুষ্টিয়া গ্রামের বিএনপির নেতা মরহুম আবুল হোসেন ফকিরের সহধর্মিনীর এবং আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিনের কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে বজলুর রহমান নিলু, এমরান হোসেন, শফিকুল ইসলাম শফিক, চাঁন মিয়া, আসাদুজ্জামান অটল, জিল্লুর রহমান, মেহেদী হাসান অভ্র, হাসান আলী, আইয়ুব আলী, মিল্টন হোসাইন, রিপন মিয়া, শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।
মন্তব্য করুন