বিদ্যালয় টিউবওয়েলের পাশে বোতল চাপ দিলেই বের হচ্ছে বিষ!

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিউবওয়েলের পানির সঙ্গে বিষ বের হতে দেখা গেছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেনের অভিযোগ, ওই টিউবওয়েলে বিষ দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় থানা ও মাধ্যমিক শিক্ষা অফিসারে কাছে লিখিত দিয়েছেন প্রধান শিক্ষক মোতালেব হোসেন।
এ ঘটনায় শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনে ন্যায় সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে তীব্র দুর্গন্ধ ও অস্বাভাবিক সাদা রং দেখা যায়। এ সময় টিউবওয়েলের পাশেই একটি বিষের বোতল পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
আরও পড়ুনএ ব্যাপারে রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন বলেন, আমি বারপাইকা এসএসসি পরীক্ষার হলে ছিলাম। আমাকে শিক্ষকেরা ফোন করে বিষয়টি জানালে সবাইকে পানি ব্যবহার করতে নিষেধ করি। ওইদিন বিকেলে আাগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং তার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এসএম আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে টিউবওয়েল দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিউবওয়েলে ভেতরে বিষ দেওয়া হয়েছে। ওই টিউবওয়েল আমরা ওয়াশ করে পানি পরিষ্কারের জন্য বরিশালে পাঠাবো।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, স্কুল কর্তৃপক্ষ মামলা করলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, রত্নপুর স্কুলের ঘটনাটি শুনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাকে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিবেন।
মন্তব্য করুন