ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

শাহজালালে তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ

শাহজালালে তার্কিশ এয়ারের ইঞ্জিনে ‘স্পার্ক’, জরুরি অবতরণ, ছবি: সংগৃহীত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট টিকে৭১৩) উড্ডয়নের পরপরই ইঞ্জিনে স্পার্ক (আগুনের স্ফুলিঙ্গ) দেখা দিয়েছে। তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। তাদের হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বার্ড হিটে (পাখির সঙ্গে ধাক্কা) উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল।সংশ্লিষ্টরা জানান, ফ্লাইটটি সকাল ৭টা ৮ মিনিটে ফ্লাই করে মাওনার আকাশ থেকে আবার ফিরে আসে। পরে শাহজালালে সকাল ৮ টা ৩ মিনিটে জরুরি অবতরণ করে। সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের ডান ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) বার্ড হিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। শাহজালালের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মতো অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।’

আরও পড়ুন

জানা গেছে, উড়োজাহাজটি বিমানবন্দরের ১৫ নম্বর বে-তে পার্কিং করে রাখা হয়েছে। আর ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে এনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাঠানো হচ্ছে। উড়োজাহাজটির বর্তমান কী অবস্থা, তা পরীক্ষা-নিরীক্ষা চলছে।  পরবর্তী ফ্লায়িং টাইম এখনও নির্ধারণ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা

আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় ১৬ জনের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য