বগুড়া শজিমেক হাসপাতাল পরিচ্ছন্ন করলো স্বেচ্ছাসেবী গ্রুপ

স্বেচ্ছাসেবী গ্রুপ, বগুড়ার উদ্যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপি পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।
আজ সোমবার (১৯ মে) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলা এই কার্যক্রমে হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে পুরো হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকাগুলো পরিচ্ছন্ন করা হয়।
আরও পড়ুনওই সংগঠনের এই কাজে সহায়তা করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিককার আলম, চিকিৎসক কর্মকর্তাবৃন্দ ও কর্মচারী ছাড়া ওই সংগঠনের আহবায়ক মেহেদী হাসান, যুগ্ম আহবায়ক এনামুল হক, রাকিবুল ইসলাম, ওমর ফারুক। এনামুল হক বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মূল্যবোধ থেকে আমরা সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকি।
মন্তব্য করুন