ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, যা বললেন বাঁধন

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার, যা বললেন বাঁধন, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় শোবিজ অঙ্গনের অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুকে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার সকালে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন বাঁধন। সেখানে তিনি লিখেছেন, ‘কি লজ্জার বিষয়! যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই।’ বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য না বলেন জানান বাঁধন। তার ভাষ্য, ‘বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুন

গতকাল দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাটারা থানা এলাকায় এক হত্যাচেষ্টা মামলায় প্রেপ্তার দেখানো হয় নুসরাত ফারিয়াকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’

দায় এড়ানোর রাজনীতি করি না: যুবদল সভাপতি

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে