ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

হাঁটু গেড়ে মেলোনিকে অভ্যর্থনা আলবেনিয়ার প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় রাজনৈতিক নেতাদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া। সেই লাল গালিচাতেই যখন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পা রাখলেন, তখনই ঘটে গেল এক অত্যাশ্চর্য ঘটনা। তাকে স্বাগত জানাতে এক অভিনব কৌশল অবলম্বন করলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।

একটি ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ক্লিপে দেখা গেছে, মেলোনি যখন লাল গালিচার ওপর দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন তাকে অভ্যর্থনা জানাতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েছেন রামা। শুধু তাই নয়, তিনি মেলোনির উদ্দেশ্যে তার হাত দুটিকে অনেকটা ‘নমস্তে’ জানানোর ভঙ্গিতে রাখেন। মেলোনি অবশ্য এই কাণ্ড দেখে অট্টহাসিতে মেতে ওঠেন এবং রামার দিকে এগিয়ে গিয়ে তাকে আলিঙ্গন করেন। মেলোনিকে ‘ইতালিয়ান বোন’ বলে সম্বোধন করেন রামা। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট মাখোঁকে স্বাগত জানাতে গিয়েও রসিকতা করে রামা তাকে বলেছেন, ‘এই যে সূর্যের রাজা!’ ব্রিটিশ প্রতিনিধিদের উদ্দেশেও মজার ছলে রামা বলেন, ‘বৃষ্টি যে আসবে এই সন্দেহ আগেই ছিল। এখন তা ইউরোপীয় আবহাওয়া গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, ব্রিটিশ প্রতিনিধিদলই এই বৃষ্টির উৎস!’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভ্যর্থনা জানাতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন  আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা।  ছবি: সংগৃহীত। 

আরও পড়ুন

শুক্রবার টানা বৃষ্টিকে পাত্তা না দিয়ে রাজধানী তিরানার লাল গালিচায় একটি নীল ছাতা ঘুরিয়ে সম্মেলনের সূচনা করেন রামা। ইউরোপের ৪০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানকে হাসিমুখে ও উষ্ণ সম্ভাষণে স্বাগত জানান তিনি। সম্মেলনের প্রাক্কালে ইনস্টাগ্রামে রামা লিখেছেন, ‘তিরানায় সমগ্র ইউরোপ এসেছে, আর গোটা বিশ্ব তা দেখছে-আমি আপনাদের অভিবাদন জানাই।’ বিশালদেহী রামা আরও বলেন, ‘আমি হয়তো তাদের মধ্যে সবচেয়ে লম্বা, কিন্তু আমাদের দেশটি সবচেয়ে ছোটদের মধ্যে একটি। তবু এই সম্মেলন আয়োজন করতে পারা আমাদের জন্য অনেক বড় সম্মান।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে আটক 

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর পালিয়েছেন স্বামী

খুলনায় মাহিন্দ্রাকে ট্যাঙ্কলরির ধাক্কা, নিহত ৩, আশঙ্কাজনক ৪

লালমনিরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আরও দুই মামলায় গ্রেফতার আইভী

মোহাম্মদপুরে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত